চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আরাকানে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০১৯ | ৪:১১ অপরাহ্ণ

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কেননা, রোম চুক্তির পক্ষ না হওয়ায় মিয়ানমারে নির্যাতনের বিষয়টি তদন্ত করা যাবে না। তবে ট্রাইবুুনালটি প্রাথমিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগে যেগুলি বাংলাদেশে আংশিকভাবে সংঘটিত হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, রোম চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত সদস্য রাষ্ট্রের আবেদন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অথবা আইসিসির প্রসিকিউশন স্বপ্রণোদিত হয়ে যে কোনো অপরাধের বিচারের উদ্যোগ নিতে পারে। যাতে প্রাথমিক অনুসন্ধান শেষে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে প্রসিকিউশন। তবে সেখানকার নৃশংসতার ঘটনার তদন্ত করবে না তারা।

এ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার অংশ বাদ দিয়ে তদন্ত হলে তা শক্তিশালী হবে না। এদিকে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে রোহিঙ্গারা। রোম চুক্তিতে সই করেছে বাংলাদেশ। তাই এ বিষয়ে তদন্ত করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের পর গ্রেপ্তারের সহযোগিতা চাওয়া হবে।

সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট ও রিলিফ ওয়েব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট