চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিশ্বের সবচেয়ে লম্বা নারীর বিমান ভ্রমণ

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২২ | ১০:১২ অপরাহ্ণ

বামনরা চাঁদ ছুঁতে পারবেন না। তাই বলে লম্বারা বিমানে চড়ার শখ পূরণ করতে পারবেন না-এটা তো হতে পারে না। তাই তো, তুর্কি এয়ারলাইন্স বিশ্বের সবচেয়ে লম্বা নারীকে বিমানে ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে।

 

বিমানের ছয়টি আসন সরিয়ে দিয়ে ৭ ফুট ০.৭ ইঞ্চি লম্বা মহিলার জন্য আরও লম্বা স্ট্রেচার স্থাপন করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এভাবেই তুরস্কের ইস্তাম্বুল থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো পর্যন্ত ১৪ ঘণ্টার পথ পাড়ি দেন তিনি। চলতি বছরের শুরুতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে লম্বা জীবিত নারী হিসাবে নাম লিখিয়েছেন রোমেসা গেলগি।

 

তিনি সাধারণত হুইলচেয়ারে বা ওয়াকারের সাহায্যে ঘুরে বেড়ান। ওয়েভার সিনড্রোমে আক্রান্ত হয়ে দিনে দিনে লম্বা হচ্ছেন তিনি। ২৪ বছর বয়সি গেলগি এর আগে কখনো বিমানে ভ্রমণ করেননি। ছোটবেলা থেকেই অস্বাভাবিক লম্বা হওয়ার কারণে তার এই শখ অপূর্ণ থেকে যায়। এর আগে ২০১৪ সালে জীবিত সবচেয়ে লম্বা কিশোরী হিসাবে বিশ্বরেকর্ড করেছিলেন গেলগি ইনস্টাগ্রাম। তথ্যসূত্র: যুগান্তর

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট