চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মালয়েশিয়া নির্ধারণ করতে যাচ্ছে জাকির নায়েকের ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ৪:৩৮ অপরাহ্ণ

মালয়েশিয়ার মন্ত্রীসভায় আজ বুধবার (১৪ আগস্ট) আলোচনা করা হবে ভারতের আলোচিত ধর্মপ্রচারক জাকির নায়েকের স্থায়ী বসবাস নিয়ে । বার্তা সংস্থা রয়টার্স এক মন্ত্রীর বরাতে এমন তথ্য দিয়েছে।

ওই মন্ত্রী বিশ্বাস করেন, অর্থপাচার ও ঘৃণা প্রচারের অভিযোগে ভারতে গিয়ে জাকির নায়েকের বিচারের মুখোমুখি হওয়া উচিত।

বছর তিনেক ধরে মালয়েশিয়ায় বসবাস করে আসছেন জাকির নায়েক। মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রী এম কুলাসেগারান বলেন, জাকির নায়েক এখানে স্থায়ী বসবাসের অধিকার রাখেন না। বুধবার মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হবে।

ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন তিনি।

সাংবাদিকদের জাকির নায়েক বলেন, হিন্দু সংখ্যালঘুদের ওপর মালয়েশিয়া সরকারের ন্যায্য ও ইসলামিক আচরণ নিয়ে আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, রাজনৈতিক সুবিধা ও সাম্প্রদায়িক বিভাজন ঘটাতেই এমনটি করা হয়েছে।

মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে বলছে, ভারতে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এমন আশঙ্কায় জাকির নায়েককে সেখানে ফেরত পাঠানো হবে না।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন