চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানের স্বাধীনতা দিবসে আজাদ কাশ্মীরে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ২:২৬ অপরাহ্ণ

পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের দিন আজাদ কাশ্মীরে সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনার মধ্যে সেখানে তিনি ভারতকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন বলে আশা করা হচ্ছে।

সপ্তাহখানেক আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর আজ (১৪ আগস্ট) বুধবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের দিন ইমরান খান কাশ্মীর সফরে গেলেন।

কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর রাজ্যটির মর্যাদা পনর্বহালের চেষ্টা হিসাবে কূটনৈতিক তদবিরে জোর দিয়েছে পাকিস্তান।

ভারতের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

ইতিমধ্যে ভারতীয় কূটনৈতিককে বহিষ্কার করেছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যের বাণিজ্যিক ও আন্তঃসীমান্ত পরিবহনও বাতিল করেছে।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, এতে দিল্লিকে তার সিদ্ধান্ত থেকে এতটুকু নাড়াতে পারবে বলে মনে হচ্ছে না।

চলতি সপ্তাহের শুরুতে ভারতকে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন ইমরান খান।

হিটলারের নাৎসিবাদের মতো ভারতীয় হিন্দু জাতীয়তাবাদের সম্প্রসারণের বিরুদ্ধে চোখ বন্ধ রাখায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা জানান।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন