চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মিয়ানমারে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ১২:২০ অপরাহ্ণ

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে বিবিসি এমন তথ্য জানিয়েছে।  বেশ কয়েক দিন ধরে টানা  বর্ষণের ফলে গত শুক্রবার (৯ আগস্ট) মোনরাজ্যের পাউং শহরে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলের একটি গ্রামে ২৭টি বাড়ি ধসে পড়ে। প্রবল বৃষ্টিপাত ও কাদার কারণে পরবর্তীতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও খবরে বলা হয়েছে। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ অব্যাহত আছে।

এ বছরের বর্ষায় বৃষ্টিপাতে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। মিয়ানমারের অনেক রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে। বহু সেতু ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরহারা হয়েছে অনেক মানুষ ।তবে সৃষ্ট এ বন্যার ফলে মোনরাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে ।

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে চলমান বন্যাপরিস্থিতিতে দেশজুড়ে দুর্গত ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

এরই মধ্যে সোমবার (১২ আগস্ট) দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভান থিও মোনরাজ্য পরিদর্শন করেছেন। এ সময় উদ্ধারকাজ জোরদার করার জন্য ওই স্থানে আরও নৌকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট