চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ঈদ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০১৯ | ৬:০৩ অপরাহ্ণ

উৎসব আমেজের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশাল ঈদ জামাত নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে প্রায় দশ হাজার এবং দ্বিতীয় জামাতে প্রায় পাঁচ হাজার মুসল্লির সমাগম ঘটেছে।

এছাড়া নিউইয়র্ক সিটির জামাইকা মুসলিম সেন্টার, ব্রংকসের বাংলা বাজার জামে মসজিদসহ অন্যান্য মসজিদের আয়োজনে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকলেই নামায আদায় করেন, কোরবানি করেন।

এদিকে পবিত্র ঈদুল আযহাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড রাজ্যের বিভিন্ন কোরবানীর মাঠে প্রবাসী বাংলাদেশীদের সরব উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রোববার সকাল থেকেই প্রবাসীরা নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে ছুটে যান নির্দিষ্ট কোরবানীর মাঠে। খবর বাপসনিঊজ।

একদিকে পছন্দের পশু গরু ছাগল কোরবানীতে ব্যস্ত হয়ে পড়ে নারী পুরুষ সবাই। অন্যদিকে মহিলারা ব্যস্ত হয়ে পড়েন নানা রকমের খাবার রান্নায়। সেমাই বুট মুরি পিয়াজু সিঙ্গারা তরমুজ, চা কফি ইত্যাদি নানা খাবারে সবাইকে আপ্যায়ন করেন। তাবু টাঙিয়ে শিশুরা খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে। খাবারের ফাঁকে ফাঁকে বাঁশীতে সুর গানে মেতে উঠে উপস্থিত সবাই।

পছন্দের পশু কোরবানীর পর নারী পুরুষ সবাই মিলে কোরবানীর মাংস কাটতে বসেন। পাশাপাশি চলে কোরবানী মাংস রান্না। সাথে পোলাও বিরিয়ানি খিচুড়ির আয়োজন। দুপুর গড়িয়ে বিকেলে কোরবানীর মাংস রান্না শেষে মাঠেই পরিবেশন করা হয় কোরবানীর ঈদের প্রথম খাবার। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাথে নিয়ে কোরবানীর মাংস দিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন সবাই।

সবাই পবিত্র ঈদুল আযহার ত্যাগের আনন্দ নিয়ে ঘরে ফিরে যান।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন