চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, শিশুসহ নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

৬ অক্টোবর, ২০২২ | ২:১৭ অপরাহ্ণ

থাইল্যান্ডের একটি শিশু দিবা যত্নকেন্দ্রে সাবেক পুলিশ কর্মকতার গুলিতে নিহত হয়েছেন ৩৪ জন। এরমধ্যে ২৩ শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী।

পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। সাবেক ওই পুলিশ কর্মকর্তা শিশু দিবা যত্নকেন্দ্রে থাকা শিশু ও প্রাপ্তবয়স্কদের গুলির পাশাপাশি ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। এতে শিশুসহ প্রাপ্তবয়স্করাও হতাহত হয়েছেন। এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে ব্যাপক গোলাগুলির ঘটনা খুব একটা ঘটে না। ২০২০ সালে নাখোন রাতচিসিমা শহরে একজন সৈন্য হামলা চালিয়ে ২১ জনকে হত্যা করেছিলেন। ওই ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন