চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডব : বিদ্যুৎহীন কিউবা

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২২ | ১:৩২ অপরাহ্ণ

উত্তর আমেরিকার দেশ কিউবা পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হারিকেন ইয়ানের আঘাতের পর। মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) দেশটির সরকারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়ে ।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে কিউবা উপকূলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন ইয়ান। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন।

স্থানীয় সময় মঙ্গলবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দ্বীপব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। ফলে এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছে।

বর্তমানে হারিকেনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার রাতে এটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আচড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

কিউবার হ্যারিকেন সেন্টারের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড্যানিয়েল ব্রাউন বলেছেন, ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী। এর প্রভাবে অতি ভারী বৃষ্টি হবে। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট