চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি কূটনীতিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২ | ৪:২৮ অপরাহ্ণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় নিযুক্ত মোতোকি তাতসুনোরি নামে জাপানের এক কূটনীতিককে আটক করেছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাপান। পরে পাল্টা ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি।

এর আগে সোমবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দরনগরী ভ্লাদিভোস্তক থেকে ওই কূটনীতিককে আটক করা হয়। এর পরপরই তাকে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

রয়টার্সের খবরে বলা হয়, কয়েক ঘণ্টা আটক রাখার পর মোতোকি তাতসুনোরি নামের ওই জাপানি কনসালকে ছেড়ে দেয় এফএসবি সদস্যরা।

মস্কোর দাবি, অর্থনৈতিক পরিস্থিতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের সময় হাতেনাতে ধরা পড়েন ওই জাপানি কূটনীতিক। এর প্রেক্ষিতে তাকে ‘পারসোনা নন গ্র্যাটা’ ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে টোকিওর কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে পুতিন প্রশাসন।

পরে এক ব্রিফিংয়ে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, বিষয়টি নিয়ে টোকিওর তরফে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। তাদের প্রতি পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট