চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বন্যা-অর্থনৈতিক সংকটের মধ্যেই পাক অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২ | ১:০৩ অপরাহ্ণ

পাকিস্তানে ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। এছাড়া আগে থেকেই দেশের অর্থনৈতিক সংকটাবস্থা তো ছিলই। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেই মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।

রবিবার (২৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবো।’

 

জানা গেছে, পাকিস্তানে চলতি মাসের শুরুতে ভয়াবহ বন্যায় আনুমানিক ৩ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। এ অবস্থায় গত শনিবার বিশ্বব্যাংক জানিয়েছে, ইসলামাবাদকে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে তারা।

এর মধ্যেই অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণায় নতুন সমস্যা তৈরি করেছে। গত চার বছরের কম সময়ে পদত্যাগ করার মধ্যে তিনি পঞ্চম অর্থমন্ত্রী। মিফতাহ ইসমাইল ও শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আগামী সপ্তাহে তারা দু’জন পাকিস্তানে ফেরার কথা রয়েছে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট