চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২০৩০ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২২ | ২:০৪ অপরাহ্ণ

যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। দেশটির বিশেষজ্ঞরা বলছেন যে, ২০৩০ সালের মধ্যে দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

দেশটির সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ বীরমানি বলেন, ‘ভারত শক্তির মাপকাঠিতে এগিয়ে চলেছে। ২০২৮-২০৩০ সালের মধ্যে আমার পূর্বাভাস অনুসারে, আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।’

তিনি বলেন, ‘এটি সেই প্রবণতা যা গুরুত্বপূর্ণ, যা উপলব্ধিগুলোকে প্রভাবিত করবে। এটি আমাদের বিদেশী নীতিকে প্রভাবিত করবে। আমরা বিভিন্ন দেশের সঙ্গে কীভাবে আচরণ করি সেটি ভারতের উপলব্ধিকে প্রভাবিত করবে। এটি বিভিন্ন মানুষের ধারণাকে প্রভাবিত করবে।’

তিনি বলেন, ‘গত ২০-৩০ বছরে, লোকেরা দেখতে শুরু করেছে যে আমরা চীনের চেয়ে অনেক পিছিয়ে আছি। আশা করি এই উপলব্ধি পরিবর্তন হতে শুরু করবে।’

এ নিয়ে দ্বিতীয়বার ভারত যুক্তরাজ্যের অর্থনীতিকে পেছনে ফেলল। এর আগে ২০১৯ সালেও যুক্তরাজ্যের অর্থনীতিকে পেছনে ফেলেছিল ভারত।

আরআইএস (উন্নয়নশীল দেশগুলির জন্য গবেষণা এবং তথ্য ব্যবস্থা) এর ডিজি শচীন চতুর্বেদী বলেন, ‘এটি প্রথমবার ঘটেনি, এটি দ্বিতীয়বার। এর আগে ২০১৯ সালে হয়েছিল। আমরা মূলধন ব্যয়ের উপর ফোকাস করছি। আমরা রাজস্ব ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছি এবং মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার আরবিআই এর কৌশলও অর্থনীতিতে সাহায্য করেছে খুব ভারসাম্যপূর্ণভাবে বৃদ্ধি পায় এবং এটি ফলাফলও দিয়েছে।

ভারতের অর্থনীতির উন্নতি এবং যুক্তরাজ্যের অর্থনীতিকে বিপর্যস্ত উল্লেখ করে ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ চরণ সিং বলেন যে, এই ফ্যাক্টরটি যুক্তরাজ্যের নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, ‘এটি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা অত্যন্ত ভাল করছি। আইএমএফ দীর্ঘদিন ধরে বলে আসছে যে আমরা বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। মুদ্রাস্ফীতি প্রায় নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যের অর্থনীতি খারাপভাবে বিপর্যস্ত এবং ভালো করছে না। বিশ্ব যখন মন্দার দ্বারপ্রান্তে রয়েছে তখন ভারতীয় অর্থনীতি বিকশিত হচ্ছে।।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুসারে, অর্থনীতির আকারের দিক থেকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির পিছনে রয়েছে। এক দশক আগে ভারত ছিল ১১তম এবং যুক্তরাজ্য ছিল পঞ্চম। সূত্র: এএনআই

শেয়ার করুন