চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত কিউবার অভ্যন্তরীণ বাজার

অনলাইন ডেস্ক

২২ আগস্ট, ২০২২ | ১১:৫২ অপরাহ্ণ

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং জনগণের অসন্তোষসহ নানা কারণে গত কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে কিউবা। ১৯৬০ সালের ফিদেল কাস্ত্রোর জাতীয়করণ নীতির পরে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে পাইকারি ও খুচরা খাতে বিদেশি বিনিয়োগ চাচ্ছে দেশটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পণ্যের ঘাটতি মোকাবেলায় বিদেশি বিনিয়োগকারীদের পাইকারি ও খুচরা বাণিজ্যের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউবা। এ পদক্ষেপটি কমিউনিস্ট সরকারের জন্য বড় একটি পরিবর্তন নিয়ে আসবে। এই নীতি বাস্তবায়ন হলে ফিদেল কাস্ত্রোর জাতীয়করণ নীতি বাতিল হয়ে যাবে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা কিউবাভিত্তিক ব্যবসায়ীদের সম্পূর্ণ বা আংশিক মালিকানা গ্রহণ করতে পারবেন। তবে দেশটির বাণিজ্যমন্ত্রী বেটসি দিয়াজ ভেলাজকুয়েজ বলেছেন, যাচাই-বাছাই ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাজার উন্মুক্ত করা হবে না। সূত্র : বিবিসি

সূত্র: কালের কণ্ঠ

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন