চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

দিনমজুরকে সাড়ে ৩৭ লাখ রুপি কর পরিশোধের নোটিশ

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২২ | ১২:০৭ পূর্বাহ্ণ

ভারতের বিহার রাজ্যের গিরিশ যাদব নামের এক দিনমজুরকে সাড়ে ৩৭ লাখ রুপি কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ। এমন নোটিশে গিরিশের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দিনে যাঁর আয় বড়জোর ৫০০ রুপি, তাঁর কিনা সাড়ে ৩৭ লাখ রুপি কর বাকি, এটা ভেবে দিশাহারা তিনি।

গিরিশ বিহারের খগড়িয়া জেলার মেঘৌনা গ্রামের বাসিন্দা। নোটিশ পাওয়ার পর তিনি নিকটস্থ আলাউলি থানা পুলিশের কাছে বিষয়টির সুরাহা চেয়েছেন। গিরিশের নামে ইস্যুকৃত একটি প্যান কার্ডের নম্বরের বিপরীতে নোটিশটি পাঠানো হয়। এতে বলা হয়, ‘রাজস্থানভিত্তিক একটি কোম্পানির সঙ্গে গিরিশের সংশ্লিষ্টতা রয়েছ ‘। তবে গিরিশের বরাত দিয়ে পুলিশ জানায়, গিরিশ কখনোই রাজস্থানে যাননি।

গিরিশ জানান, দিল্লিতে দিনমজুরির কাজ করার সময় একজন তাঁকে একটি প্যান কার্ড তৈরি করে দিয়েছিল। পরে তিনি জানতে পারেন কার্ডটি ভুয়া। আলাউলি থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা পুরেন্দ্র কুমার বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে। প্রাথমিকভাবে এটি জালিয়াতির ঘটনা বলে মনে হচ্ছে। ’

আর্থিক লেনদেনের তথ্য সংরক্ষণ এবং কর ফাঁকি ঠেকাতে প্যান কার্ড ব্যবহার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের আয়কর বিভাগ প্যান কার্ড ইস্যু করে। সূত্র: এনডিটিভি

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট