২১ আগস্ট, ২০২২ | ১:৩৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবার এক শিশুর দেহে মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে । ১৮ বছরের কম বয়সী ওই শিশুকে পরীক্ষা করালে মাংকিপক্স পজেটিভ আসে। শিশুটির বয়স এবং কোন কাউন্টিতে তা জানায়নি কর্তৃপক্ষ।
গত শুক্রবার পর্যন্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ২ হাজার ৭৯৮ জনের দেহে মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে। (এনওয়াইএসডিওএইচ)-এর তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতেই মাংকিপক্সে ২ হাজার ৫৯৬ জন শনাক্ত।
গত জুলাইয়ে নিউ ইয়র্কে প্রকোপের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছিলেন গভর্নর ক্যাথি হোচুল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে রাজ্যে জরুরি নির্বাহী আদেশ ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে হোচুল বলেন, আমি এবং আমার দল ভ্যাকসিনকে আরও সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছি। প্রাদুর্ভাবের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সে সম্পর্ক জনগণকে পরামর্শ দিয়ে যাচ্ছি।
যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, ভারত, আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মাংকিপক্স। গত মাসে এটাকে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : এবিসি নিউজ
পূর্বকোণ/এসি