চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফের করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ

ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটবার্তায় শনিবার (১৩ আগস্ট) সোনিয়ার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত ১ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল ও সোনিয়াকে তলব করেছিল ইডি। ৮ জুন ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়ার। তিনি কোভিড আক্রান্ত হওয়ায় সেসময় হাজিরা দিতে পারেননি। ১২ জুন সোনিয়াকে স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। কোভিডের জেরে ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০ জুন হাসপাতাল থেকে ছাড়া পান কংগ্রেস নেত্রী।

চলতি সপ্তাহের শুরুতেও সোনিয়া গান্ধীর কন্যা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীরও করোনা পরীক্ষায় পজেটিভ আসে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ 

শেয়ার করুন