চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশীয় টিকা নিলেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২২ | ১১:২৩ পূর্বাহ্ণ

নিজ দেশে উৎপাদিত করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। করোনার টিকাদান এবং বুস্টার ডোজের প্রয়োগ বাড়ানোর প্রচারণার অংশ হিসেবে খবরটি প্রচার করেছে বেইজিং।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান জেং ইক্সিন বলেন, সবাই দেশীয় টিকা গ্রহণ করেছেন। মহামারি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে দেশীয় টিকা ভালোভাবে কাজ করে যাচ্ছে।

টিকাগ্রহণের হার বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনা কর্তৃপক্ষ। নিজ দেশে করোনার সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনতে লকডাউনের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে আসছে দেশটির সরকার। চীনের প্রেসিডেন্ট বলেছেন, করোনার শনাক্ত শূন্যের কোটায় নামিয়ে আনার বিকল্প নেই।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।

সূত্র: বিবিসি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন