চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

জামিন পেলেন রয়টার্সের সাংবাদিক

৪ মে, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ১২ দিন হাজতবাসের পর জামিন পেলেন সংবাদসংস্থা রয়টার্সের চিত্র
সাংবাদিক সিদ্দিকি আহমেদ দানিশ। গত ২১ এপ্রিল শ্রীলংকায় ইস্টার সানডের ভয়াবহ বিস্ফোরণের ছবি তুলতে গিয়ে তিনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। শুক্রবার ১৫ মে পর্যন্ত তাকে জামিন দিয়েছে শ্রীলংকার আদালত।
চিত্র সাংবাদিক সিদ্দিকি আহমেদ ভারতের দিল্লির বাসিন্দা। শ্রীলংকায় বিস্ফোরণের দিনে তিনি নেগোম্বো শহরের একটি স্কুলে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। ওই স্কুলের এক ছাত্র সেবাস্তিয়ান চার্চে বিস্ফোরণে মারা গিয়েছিল।
সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে ওই স্কুলে গিয়েছিলেন সিদ্দিকি। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে বাধা দেন। এরপর তিনি কার্যত জোর করে স্কুলে ঢোকার চেষ্টা করেন।

শেয়ার করুন