চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শ্রীলঙ্কায় দ্বিতীয় সপ্তাহের মত বাতিল রোববারের প্রার্থনা

৪ মে, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : হামলার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহের মত রোববারের ধর্মীয় প্রার্থনা বাতিল করেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গির্জাগুলো। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জানা যায়, শ্রীলঙ্কার ধর্মীয় উপাসনালয়গুলোতে ফের হামলা হতে পারে বলে দেশটিকে সতর্ক করেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো। এরই জেরে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনী জানায়, ৬ মে (সোমবার) থেকে রমজান মাস শুরু হচ্ছে। এর আগেই হামলাকারীরা আবারও হামলা চালাতে পারে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। অন্যদিকে হামলাকারীরা আরও হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন দূত।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, কয়েক দফা ভয়াবহ হামলার পর দেশটির স্কুলগুলো বন্ধ রাখা হয়। সোমবার থেকে পুনরায় সেগুলো চালু করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটি স্কুলেই কমপক্ষে একজন করে পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট