চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিতর্কিত সেই ভিডিও নিয়ে প্রিয়াংকা’র বক্তব্য

৪ মে, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেসের দলের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর একটি ভিডিও বেশ ভাইরাল। দেশটির গণমাধ্যমেও এ বিষয়ে ব্যাপক সংবাদ প্রচার হয়েছে।
ভিডিওটি সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রিয়াংকাকে কটাক্ষ করছে বিজেপির নেতৃবৃন্দ। ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে প্রিয়াংকা গান্ধীর কড়া সমালোচনা করেছেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
রাজনৈতিক কর্মকা-ে শিশুদের ব্যবহার নিষিদ্ধ জানিয়ে স্মৃতি ইরানি বলেন, ‘তিনি কি জানেন না রাজনৈতিক বিষয়ে শিশুদের জড়াতে নেই? শিশুদের মুখ দিয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অপমানজনক কথা আওড়ানো গুরুতর অপরাধ। দেশের সমস্ত সংষ্কৃতিমনাদের এই ধরনের ব্যক্তির থেকে নিজেদের সন্তানকে দূরে রাখুন।’
সমালোচিত ওই ভিডিওতে দেখা গেছে, প্রিয়াংকা গান্ধীর সামনেই ওই শিশুরা ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিচ্ছে।
স্মৃতি ইরানীসহ বিজেপি নেতৃবৃন্দের এসব সমালোচনার পর অবশেষে জবাব এলো প্রিয়াংকা গান্ধীর কাছ থেকে।
ভাইরাল হওয়া সেই ভিডিও প্রসঙ্গে প্রিয়াংকা জানান, ‘বিকৃত সত্য পেশ করেছে বিজেপি নেতারা।’
এ বিষয়ে এনডিটিভিকে প্রিয়াংকা গান্ধী বলেন, ‘ওই শিশুরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে অপমানজনক কথা বলছিল, তখনই আমি তাদের থামিয়ে দিই। আমি জানি, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কথা বলা একেবারেই অনুচিত। তাই তাৎক্ষণিক শিশুদের আমি থামিয়ে দেই।’
স্মৃতি ইরানীর করা পোস্টে ভিডিওটির শেষ অংশ ছিল না বলে জানান তিনি।
ভিডিওর শেষ অংশে দেখা গেছে, ‘মোদিকে উদ্দেশ্য করে শিশুদের অশ্রাব্য ভাষাকে মাঝ পথেই থামিয়ে দিয়ে প্রিয়াংকা বলছেন, ‘এটা নয়, এভাবে নয়, এটা ভালো হচ্ছে না। তোমরা এটা বলো না।’
তারপরই ওই শিশুরা ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান না বলে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করে।
প্রিয়াংকা আরও বলেন,‘ আমি যে ওই শিশুদের সঙ্গে সঙ্গেই থামিয়ে দিয়েছি ভিডিওটির ওই অংশটুকুর সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বিজেপির নেতৃবৃন্দ।’ বিজেপির এমন কা-কে তীব্র সমালোচনা করে প্রিয়াংকা আরও বলেন, ‘এটা বিজেপির স্বভাবসিদ্ধ। আমি সত্যিটা বলি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট