চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পর্যটক বাড়াতে ‘অন এরাইভাল ভিসা’ দিচ্ছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

২ আগস্ট, ২০১৯ | ৭:১৪ অপরাহ্ণ

নিজেদের পর্যটন খাতকে আবারও চাঙা করতে ‌‘অন এরাইভাল ভিসা’ পদ্ধতি চালু করতে যাচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। যার মাধ্যমে প্রতিবেশী ভারত, চীন ও যুক্তরাজ্যসহ বিশ্বের অন্তত ৫০টি দেশের নাগরিকরা সুবিধাটি পেয়ে থাকবেন। দেশটির মন্ত্রিসভা এরই মধ্যে ভিসাটি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। যেখানে প্রতিজন পর্যটককে এই ভিসাটি পাওয়ার জন্য মাত্র ২০ থেকে ৪০ ডলার খরচ হবে। সকলের সুবিধার্থে অনলাইন, লঙ্কান দূতাবাস ও কনসুলেটের মাধ্যমে সংগ্রহ করা যাবে এসব ভিসা। মূলত ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও রাশিয়াসহ মোট ৫০টি দেশ এই তালিকার মধ্যে রয়েছে। পর্যটন খাত এশিয়ার এই দেশটির তৃতীয় বৃহত্তম আয়ের উৎস। সম্প্রতি ইস্টার সানডে উদযাপনের সময় কলম্বো ও এর আশপাশের বিভিন্ন এলাকায় চালানো সিরিজ বোমা হামলার পর থেকে জনপ্রিয় এই দ্বীপরাষ্ট্রটিতে আশঙ্কাজনক হারে পর্যটকের সংখ্যা কমে গেছে। যা কোনোভাবেই স্বাভাবিক করতে না পারায় খাতটিকে মূলত আরও গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান সরকার। যার অংশ হিসেবে গত বৃহস্পতিবার লঙ্কান পর্যটন উন্নয়ন বিষয়ক মন্ত্রী জন আমারাতুঙ্গা এই ‘অন এরাইভাল ভিসা’ দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য দিতে তিনি সম্মত হননি। অপর দিকে দেশটির পর্যটন উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘মাত্র ছয় মাসের জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। মূলত এরপরই সার্বিক লাভ-ক্ষতি হিসাব করে পরবর্তী ও চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হবে।’ এর আগে গত ২১ এপ্রিলের ভয়াবহ সেই সন্ত্রাসী হামলায় অন্তত ২৫০ জনের বেশি লোকের মৃত্যু হয়। যাদের মধ্যে বাংলাদেশিসহ কমপক্ষে ৪২ বিদেশি নাগরিক ছিলেন। পরবর্তীতে নির্মম সেই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মূলত সেই ঘটনার পর থেকেই দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা এক ধাক্কায় ৭০.৮ শতাংশ কমে গেছে। যদিও গত এক দশক আগে দেশটিতে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর নিজেদের পর্যটন খাতে এমন খারাপ অবস্থা আগে কখনই দেখেনি এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি। সূত্র : রয়টার্স

শেয়ার করুন