চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রাণে বাঁচলেন ব্রাজিল ডিফেন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

৪ জুন, ২০২২ | ২:২৬ অপরাহ্ণ

টটেনহাম হটস্পারের হয়ে মৌসুম শেষ করে ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যান এমারসন রয়াল। শুক্রবার (৩ জুন) ভোরে বাড়ি ফেরার পথে অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসেন তার দিকে এবং পথ রোধ করে টাকাপয়সা দিয়ে দেওয়ার দাবি করেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ধুবান্ধব নিয়ে দিবাগত রাত তিনটার পর নৈশ ক্লাব ছাড়ছিলেন এমারসন। তাকে চিনতে পেরে অটোগ্রাফ নিতে যান এক পুলিশ কর্মকর্তা। তিনি তখন ডিউটিতে ছিলেন না। এমারসনের অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলা শেষে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। এমন সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দিয়ে দেওয়ার দাবি করেন। ছিনতাইকারী টের পেয়ে সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন।

ব্রাজিল মিলিটারি পুলিশ জানিয়েছে, মোট ‘২৯টি গুলি’ ফায়ার করা হয়েছে। ছিনতাইকারী পেছনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে।

এ নিয়ে এমারসন ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’ বলেন, সময়টা কঠিন। কিন্তু এখন আমি একটু বিশ্রাম নেব এবং পরে এ ব্যাপারে ভাবব। নিজের ইনস্টাগ্রামে অবশ্য জানিয়েছেন শিগগিরই এ বিষয়ে ভক্তদের সব বলবেন। ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি পোস্টে সেই পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদও জানিয়েছেন এমারসন।

পূর্বকোণ/এস

শেয়ার করুন