চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইউক্রেন যুদ্ধে কেউ জিতবে না: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২২ | ১২:২৪ পূর্বাহ্ণ

ইউক্রেনে ভয়াবহ যুদ্ধে কোনও পক্ষই জয়ী হবে না। ইউক্রেন যুদ্ধের ১০০তম দিনে এমনই মনে করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব আমিন আওয়াদ।ইউক্রেনে রাশিয়ার অভিযান ১০০ দিনে গড়িয়েছে। এরমধ্যেই পূর্ব ডনবাস নিয়ন্ত্রণ নিতে হামলা জোরালো করেছে রুশ বাহিনী।

 

এ অবস্থায় আমিন আওয়াদ বিবৃতিতে বলেন, ‘চলমান যুদ্ধে কোনও বিজয়ী নেই এবং হবেও না। বরং আমরা ১০০ দিন ধরে অনেক মানুষের জীবন, ঘরবাড়ি, চাকরি এবং আগামীর সম্ভাবনা হারাতে দেখছি’। আওয়াদ বলেন, ‘এই যুদ্ধ মানুষের অগ্রহণযোগ্য ক্ষতি এবং বেসামরিক জীবনে বড় প্রভাব ফেলেছে’।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘মাত্র তিন মাসেরও বেশি সময়ে প্রায় ১ কোটি ৪০ লাখ ইউক্রেনীয়কে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

 

জাতিসংঘ বলেছে, যুদ্ধের গুরুত্বপূর্ণ শস্য ও পণ্যকে অবরুদ্ধের চেষ্টা করে খাদ্য নিরাপত্তার ওপর ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে রাশিয়া। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, আমরা শান্তি চাই, এই যুদ্ধ অবশ্যই এখনই বন্ধ হওয়া উচিত। সূত্র: এএফপি

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন