৩ জুন, ২০২২ | ১:২৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে গুলিতে হামলাকারীসহ ৩ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
পুলিশ জানায়, চার্চের পার্কিং এরিয়ায় এক বন্দুকধারীর হামলায় দুই নারী নিহত হয়েছেন। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেন।
বাফালো, উভালডে ও ওকলাহোমায় সাম্প্রতিক বন্দুক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের পর এ ঘটনা ঘটে।
এ ছাড়া বুধবার ওকলাহোমার টুলসায় অস্ত্রধারী এক ব্যক্তি হাসপাতালে ঢুকে গুলি চালিয়ে ৪ জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।
পরদিন বৃহস্পতিবার উইসকনসিনের রেসিনে এক সমাধিস্থলে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারীদের ভিড়ে গুলি চালানো হয়। এতে দুইজন আহত হন।
সেসময় আহত একজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যজনকে মিলওয়াকি হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি বলে রেসিনের পুলিশ সার্জেন্ট ক্রিস্টি উইলকক্স জানান।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করা গবেষক ডেভিড রিডম্যান বলেন, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে গোলাগুলির ঘটনা রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, চলতি বছরের প্রায় প্রতিদিন কোনো না কোনো স্কুলে গোলাগুলি বা বন্দুকবাজির ঘটনা ঘটেছে।
এর মধ্যে টেক্সাসের প্রাথমিক স্কুলে ঘটা ভয়াবহ হত্যাকাণ্ড হতবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের।
পূর্বকোণ/এস