চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আটক মার্কিন স্পিকারের স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টিতে মদ পান করে গাড়ি চালানোর অভিযোগে দেশটির হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে আটক করেছে পুলিশ। যদিও আটকের কয়েক ঘন্টা পরই তাকে মুক্তি দেওয়া হয়।

সোমবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

জানা যায়, মদ্যপ অবস্থায় আটকের পর ৮২ বছর বয়সী পল পেলোসির বিরুদ্ধে দু’টি লঘু অপরাধের অভিযোগ আনা হয় এবং পরে পাঁচ হাজার মার্কিন ডলার মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, কোনো ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা প্রতি ডেসি লিটারে ০.০৮ গ্রাম বা এর বেশি হলে তিনি গাড়ি চালাতে পারবেন না। এই আইন লঙ্ঘন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স (ডিইউআই) অব অ্যালকোহল নামক অভিযোগ আনা হয়ে থাকে।

অবশ্য তাকে আটকের সময় স্পিকার ন্যান্সি পেলোসি তার সঙ্গে ছিলেন না। তবে ডেমোক্র্যাট এই রাজনীতিবিদ তার স্বামীর আটকের বিষয়ে কোনো মন্তব্য করেননি। ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেছেন, ব্যক্তিগত বিষয়ে হাউস স্পিকার কোনো মন্তব্য করবেন না।

পূর্বকোণ/এস

শেয়ার করুন