চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র-স্পেন

২৩ মে, ২০২২ | ১২:৪২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য তীব্র দাবদাহে পুড়ছে। এরই মধ্যে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এদিকে, প্রচণ্ড গরমে অতিষ্ঠ আরেক দেশ স্পেন। দেশটির আবহাওয়া বিভাগের তথ্যমতে, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এ বছর তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। দেশে দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দুষছেন বিশেষজ্ঞরা। খবর বিবিসি।

টানা কয়েকদিনের প্রচণ্ড গরমে অতিষ্ঠ স্পেনবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশটির জাইন ও আন্দালুসিয়া শহরের বাসিন্দারা।

শনিবার (২১ মে) শহর দুটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গরমে একটু স্বস্তির খোঁজে জুসের দোকানগুলোতে ভিড় করছে সাধারণ মানুষ। বিবিসি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঘনঘন তাপপ্রবাহ হচ্ছে এবং গরম আরও তীব্র হয়ে উঠছে।

স্থানীয় একজন বলেন, ‘আমরা এখানে ঘুরতে এসেছি। কিন্তু এখানে এত বেশি গরম যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। একটু পরপর গলা শুকিয়ে যাচ্ছে। তাই ঠান্ডা পানি পান করছি।’

স্পেনের আবহাওয়া সংস্থা এইএমএইটি জানিয়েছে, স্পেনের কিছু অংশ তাদের সবচেয়ে উষ্ণতম মে মাস দেখছে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ১০টি অঞ্চলে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতা জারি করে আবহাওয়া সংস্থা। বলা হয়েছে, এটি বছরের মধ্যে ‘সবচেয়ে তীব্র’ তাপপ্রবাহ হতে পারে।

গেল কয়েক বছরের তুলনায় এ বছর স্পেনের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। দেশটির আবহাওয়া দফতরের তথ্যমতে, গেল বছরের তুলনায় এ বছর দেশটিতে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এদিকে প্রচণ্ড গরমের কবলে আরেক দেশ যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এরই মধ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দেশটির ১ কোটি ২০ লাখ মানুষ। আর তাই গরমে অতিষ্ঠ মানুষ ভিড় করছে সমুদ্রসৈকতে। দেশটিতে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে খুব শিগগিরই স্বাভাবিক তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বিশ্বে বর্তমানে তাপমাত্রার ক্রমবর্ধমান হারের প্রধান কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দ্রুত সঠিক পদক্ষেপ না নেয়া হলে বিশ্ব আরও সমস্যার সম্মুখীন হবে বলেও আশঙ্কা করছেন তারা।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন