চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইউক্রেইনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

পূর্বকোণ ডেস্ক

২১ মে, ২০২২ | ৮:৪৬ অপরাহ্ণ

গত বৃহস্পতিবার ‍যুক্তরাষ্ট্রের সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে অনুমোদন পায়। যে ১১ জন বিলের বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান সিনেটর। বাইডেনের এই সাহায্য প্যাকেজের মধ্যে বড় অংশ বরাদ্দ করা হয়েছে ইউক্রেইনের সামরিক খাতের জন্য। এছাড়া, দেশটির  অর্থনৈতিক সহায়তা খাতে এবং মানবিক সহায়তা খাতেও এখান থেকে অর্থ বরাদ্দ হবে।

এটাই ইউক্রেইনকে দেয়া যুক্তরাষ্ট্রের সবথেকে বড় অর্থ সহায়তা হতে যাচ্ছে। বাইডেন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি সিউল সফরে গিয়েছেন। দুই নেতার এটাই প্রথম বৈঠক। দক্ষিণ কোরিয়া থেকে শিশুখাদ্য (বেবি ফরমুলা) যুক্তরাষ্ট্র প্রবেশের পথ আরো উন্নত করতে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে বলেও জানায় বার্তা সংস্থা রয়টার্স।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট