চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এবার ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২২ | ৩:৩৯ অপরাহ্ণ

দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে গত ১৫ মে ন্যাটোর সদস্য হতে আবেদন করে ফিনল্যান্ড। সেটি নিয়ে চলমান উত্তেজনার পর সে দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

শনিবার (২১ মে) সকাল ৭টায় রুশ রিয়া নিউজ এজন্সি এ তথ্য জানায়।

ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘অনুশোচনীয়’ বলে উল্লেখ করেছে। তবে এতে গ্রাহক সেবা বিঘ্নিত হবে না বলেও জানায় তারা।

 

ফিনল্যান্ড এতদিন বেশিরভাগ গ্যাস রাশিয়া থেকে আমদানি করত। দেশটির মোট জ্বালানির ১০ শতাংশ পূরণ হয় গ্যাস দিয়ে। তবে সম্প্রতি রুশ গ্যাসের জন্য রুবলে অর্থ পরিশোধ করতে অস্বীকার করে ফিনল্যান্ড। একইসঙ্গে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলার মধ্যেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে মস্কো। ইউক্রেনে আগ্রাসনের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। যার বিপরীতে মস্কোর পক্ষ থেকে জানানো হয়, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য প্রদান করতে হবে। বিষয়টিকে এক ধরনের ‘ব্ল্যাকমেল’ হিসেবে বিবেচনা করছে ইইউ।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন