চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

একই ইউনিটে কর্মরত ৩৬ নার্স একই সময়ে গর্ভবর্তী!

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০১৯ | ৫:৩৭ অপরাহ্ণ

একই হাসপাতালে একই ইউনিটে কাজ করেন ৩৬ জন নার্স। শুধু তাই নয় তাদের সবাই একই সময়ে গর্ভবতী হয়েছেন। ২০১৯ সালেই সবাই মা হচ্ছেন। যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটছে।

কানসাস সিটির চিলড্রেন মার্সি হাসপাতাল ঘোষণা করে, হাসপাতালের ৩৬ জন নার্সকে ২০১৯ সালের শেষ দিকে তারা মা হিসেবে পাচ্ছেন। একই সঙ্গে হাসপাতালের ফেসবুক পেজে ৩৬ জন নার্সের ছবিও পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, ২০ শিশুসহ মা নার্সরা দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে আছেন মা হওয়ার অপেক্ষায় থাকা বাকি ১৬ জন নার্সও।

ওই নার্সদের ছবি শেয়ার করে বলা হয়, ‘আমাদের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্সরা যারা দিন-রাত পরিশ্রম করেন, তাদের বেশি করে যত্নের প্রয়োজন। আমাদের ক্রমবর্ধমান আইসিএন পরিবারকে অভিনন্দন!!!’

চিলড্রেন মার্সির হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ২০ জন শিশুর জন্ম খুব কাছাকাছি সময়ে হয়েছে। তাদের মধ্যে দুজন মেয়ে শিশুও রয়েছে। সর্বশেষ শিশুটি আগামী ১৫ ডিসেম্বর জন্ম নেবে বলে আশা করা হচ্ছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ইউনিটে কতজন নার্স কাজ করেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন