চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কাশ্মীর খাবার চায়, বোমা-গুলি নয়: মোদি

২৯ জুলাই, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : কাশ্মীরের মনের কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। রবিবার নিজের রেডিও অনুষ্ঠন মন কি বাতে মোদি বললেন কাশ্মীরের কথা। তিনি এদিন জানান যারা দেশের ভিতরে, বিশেষ করে কাশ্মীরে উন্নয়ন থামিয়ে হিংসা ছড়াচে চাইছে, তারা কোনওদিন সফল হবে না।
কেন্দ্র কাশ্মীর নিয়ে বিশেষ যত্নবান বলেও এদিন উল্লেখ করেন তিনি। মোদির কথায় উন্নয়নের জোর বুলেট বা বোমার থেকে অনেক বেশি। সেটা কাশ্মীর বোঝে। আর তাই কাশ্মীর খাবার চায়, উন্নয়ন চায়, চাকরি চায়। বোমা-গুলি দিয়ে সেই দাবি পূরণ যে কোনও দিন সম্ভব নয়, তা কাশ্মীরের শান্তিপ্রিয় সাধারণ মানুষ বোঝেন।
কাশ্মীরে উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে এদিন মোদি জানান, জম্মু কাশ্মীরে গ্রামোন্নয়নে জোর দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ শুরু হয়েছে। সেই সব কাজে গ্রামবাসীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় তাঁদের চাহিদার কথা। তাঁরা চাইছেন কাশ্মীরে শান্তিতে বাস করতে, যা মুষ্ঠিমেয় কিছু মানুষের ষড়যন্ত্রে হচ্ছে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট