চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১৪ কোটি বছরের পুরনো ৫০০ কেজির হাড়!

২৯ জুলাই, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে ফসিল হয়ে পড়েছিল সেই হাড়। অবশেষে কোটি কোটি বছর আগের সেই হাড়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশের নুভেল আকিতেন অঞ্চলের শ্যারান্ট এলাকার একটি জায়গায় মাটি খুঁড়ে অতিকায় একটি হাড় আবিষ্কার করেছেন প্রত্নবিদরা। এটি ডাইনোসরের থাইয়ের হাড় বলে মনে করা হচ্ছে। হাড়টির ওজন প্রায় ৫০০ কেজি। জানা গিয়েছে, খননক্ষেত্র-সংলগ্ন কনিয়াক শহরটি ১৪ কোটি বছর আগে জলাভূমি ছিল। এসব এলাকায় ওই তৃণভোজী ডাইনোসররা বসবাস করত বলে মনে করা হচ্ছে। ডাইনোসরের হাড়ের সন্ধান পাওয়া আঁজেক শ্যারন্ট নামের এ খননক্ষেত্রটি সারা ইউরোপের মধ্যেই উল্লেখযোগ্য। ২০১০ থেকে এখনও পর্যন্ত এই এলাকা থেকে ৪৫ টি প্রজাতির ডাইনোসরের প্রায় সাড়ে সাত হাজার অস্থি পেয়েছেন প্রত্নজীবাশ্মবিদরা।

শেয়ার করুন