চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আবারো বর্ণবাদী বক্তব্য ট্রাম্পের, বাল্টিমোর পোকামাকড়ের শহর!

২৯ জুলাই, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ট্রাম্পের কৃষ্ণাঙ্গ বিদ্বেষ নতুন কিছু নয়। এ নিয়ে সমালোচনাকেও তিনি থোড়াই কেয়ার করেন। শনিবার এ ইস্যুতেই নতুন করে সমালোচনার মুখে পড়লেন তিনি।
এদিন তিনি যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বাল্টিমোর শহরকে ‘ইঁদুর ও পোকামাকড়ে ভরা জঘন্য’ জায়গা হিসেবে আখ্যায়িত করেন।
তবে তার আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিলেন বাল্টিমোর থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আফ্রো-আমেরিকান রাজনীতিক এলিজা কামিংস।
এ হাই প্রোফাইল ডেমেক্র্যাট নেতাটি ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। সংগত কারণেই কামিংস-এর নামটিও শুনতে রাজি নন ট্রাম্প। শনিবার পরপর কয়েকটি টুইটে কামিংসকে ঐ বাজে ভাষায় আক্রমণ করেন।
এদিকে ট্রাম্পের এমন মন্তব্যকে ‘বর্ণবাদী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি।

শেয়ার করুন