চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৪ রোহিঙ্গাকে আটক জলপাইগুঁড়ির স্টেশনে ট্রেন থেকে

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০১৯ | ৯:৫৫ অপরাহ্ণ

 

ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেশটির রেলওয়ে পুলিশ চারজন রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে। আটকদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে।

আটকরা হলেন- মোহাম্মদ রফিক (২০), আনোয়ারা বেগম (১৮), দিলদার বেগম (১৮) ও ইয়াসিন আরা।

রবিবার (২৮ জুলাই) জলপাইগুঁড়ির স্টেশনে দূরপাল্লার একটি ট্রেন থেকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম রেলওয়ে পুলিশের বরাত দিয়ে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা থেকে দিল্লির আনন্দ বিহারগামী ট্রেনে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে চারজন রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করা হয়।

মিয়ানমারে সেনা অভিযানের পর উত্তর-পূর্ব ভারত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই। দেশের বিভিন্ন জায়গায় বসতি গড়ছে তারা।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়েও ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে জানানো হয়।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন