চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা ফিলিস্তিনের

২৭ জুলাই, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : দখলদারি ও উচ্ছেদ অভিযান অব্যাহত রাখায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এ সপ্তাহে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক হারে উচ্ছেদ এবং তাদের বসতি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পিএলও’র এ বৈঠক ডাকা হয়। বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সকল চুক্তি বাতিলের ঘোষণা দিচ্ছি আমরা।’ তিনি জানান, ফিলিস্তিনের সঙ্গে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলি দখলদারি চলতে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে যে সব চুক্তি হয়েছিল সেগুলো কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।
ইসরায়েলের দাবি, ওই ভবনগুলোর অনুমতি ছিল না।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় অঞ্চলটি দখল করে নেয় ইসরায়েল। পশ্চিম তীরের বাইরে গাজা উপত্যকা ও জেরুজালেমেও বাড়ছে অবৈধ বসতি নির্মাণ। সেখানকার স্থানীয় আরবদের ভবন তৈরির অনুমতি না দিলেও অবৈধ বসতি স্থাপনকারীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। ফলে সেখানেও বাড়ছে দখলদারদের সংখ্যা।
বৈঠকে মাহমুদ আব্বাস এই অবৈধ বসতি ও দখলদারিত্ব ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট