চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লিবিয়া উপকূলে নৌযান ডুবে ১৫০ জনে প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ | ১:৪৮ অপরাহ্ণ

লিবিয়া উপকূলে নৌযান ডুবে দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজদের সবাই মারা গেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস বন্দর থেকে অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগরে নৌযানটি যাত্রা শুরু করে। পরে নৌযানটি ৩ শতাধিক অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায়। এ সময় কোস্টাগার্ড ১৫০ জনকে উদ্ধার করে।

এ বছর ভূমধ্যসাগরে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের মে মাসে তিউনিসিয়া উপকূলে নৌযান ডুবে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারায়। গত কয়েক বছর থেকেই নিষেধাজ্ঞা অমান্য করে অভিবাসনপ্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে নেমে পড়েন। সাগরে ট্রলারডুবিতে নিহতের ঘটনাও ক্রমে বেড়েই চলছে।

সূত্র: ইউএনএইচসিআর

শেয়ার করুন