চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পোকার আক্রমণে নষ্ট হচ্ছে তাজমহলের সৌন্দর্য্য!

২৬ জুলাই, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : তাজমহলের শ্বেতপাথরের গায়ে যেখানে সেখানে কালো ও সবুজ ছোপ দেখা দিয়েছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধটিতে বিশেষ এক ধরনের পতঙ্গ বাসা বেধেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই পতঙ্গ থেকেই এই ধরনের সবুজ ও কালো ছোপ তাজমহলের শ্বেতশুভ্র গায়ে পড়েছে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আগ্রা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট বসন্ত স্বর্ণাকর জানান, এর জন্য মূলত দায়ী যমুনার দূষণ। যমুনা নদীর নোংরায় এই সব পতঙ্গের জন্ম হচ্ছে, যা পাশেই তাজমহলে বাসা বাঁধছে এবং ক্ষতি হচ্ছে এই ঐতিহাসিক স্থাপত্যের। তাজমহলের গায়ের শ্বেতপাথরের ডিজাইন বরাবরের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আগে শুধু এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে তাজমহলে পতঙ্গ হামলা হত। কিন্তু এখন সারাবছরই তা দেখা যাচ্ছে।
প্রতি শুক্রবার তাজমহল বন্ধ থাকে। সেই কারণে শুক্রবার করে তাজমহলের দেয়াল ঘসে পরিষ্কার করা হয়। কিন্তু বেশি ঘসাঘসি করলেও শ্বেত পাথরের ক্ষতি হবে। এই সমস্যার একমাত্র সমাধান যমুনাকে দূষণ-মুক্ত করা। যমুনায় পানি কমে যাওয়ার কারণেও এই সমস্যা বেড়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট