চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সেলফোন বিস্ফোরণে মারাই গেলেন তরুণী

২৬ জুলাই, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ফোন চার্জে রেখে কথা বলছিলেন তিনি। আাচমকাই সেটা বিস্ফোরিত হলে মৃত্যু হয় ঐ ২২ বছরের তরুণীটির । হৃদয় বিদারক এই ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেনাচিতির।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মোবাইলে চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিলেন বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায়। হঠাৎই মোবাইলটি বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকা-েই ঐ অঘটন ঘটে। ওই আগুন রিয়ার শরীরকে পুড়িয়ে আসবাবপত্রেও লেগে যায়।
দুর্ঘটনার সময় বাড়িতে একা থাকায় কারও সাহায্য চাইতে পারেননি রিয়া। সে আগুনে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়াতেই অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন রিয়া। ফরেন্সিক এক্সপার্ট জানিয়েছেন, ফোনটিতে ত্রুটি ছিল এবং সেই কারণেই তাতে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। ফোনটি ফেটে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। আর সে আগুনেই পুড়ে ছাই হন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট