চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুলারের সাক্ষ্যে হতাশ ডেমোক্র্যাটরা

২৬ জুলাই, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন কংগ্রেসের বিচার বিভাগীয় ও গোয়েন্দাবিষয়ক দুটি কমিটির সামনে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের দেওয়া প্রায় ছয় ঘণ্টার সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের প্রত্যাশা পূরণ হয়নি। গতকাল বুধবার এই সাক্ষাৎকার হয়। ডেমোক্র্যাটরা আশা করেছিলেন, মুলার তাঁর বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেন, তার বিস্তারিত বিবরণ দেবেন। কিন্তু মুলার এর আগে প্রকাশিত তাঁর সাড়ে চার শ পাতার প্রতিবেদনের বাইরে কার্যত নতুন কোনো কথাই বলেননি।
মুলার নতুন কিছুই বলবেন না- এ কথা ডেমোক্র্যাটরা অবশ্য আগে থেকেই জানতেন। ফলে, তাঁদের লক্ষ্য ছিল মুলারের মুখ দিয়ে ট্রাম্পের জন্য ক্ষতিকর কোনো বক্তব্য বের করে আনা। সেই লক্ষ্য অংশত হলেও অর্জিত হয়েছে। নিজ প্রতিবেদনে তিনি জানিয়েছিলেন, বিচারপ্রক্রিয়ায় বাধাদানের যে অভিযোগ, ট্রাম্পকে তা থেকে তিনি দায়মুক্ত করতে পারেন না। এদিন সে কথার পুনরাবৃত্তি করে মুলার বলেন, যে কাজের জন্য ট্রাম্প অভিযুক্ত, তা থেকে তিনি রেহাই পেতে পারেন না। দায়িত্ব পালন কালে কোনো প্রেসিডেন্টকে অভিযুক্ত করা যায় না, মুলার বিচার বিভাগের এই নীতিমালা দ্বারা চালিত হয়েছেন বলে জানিয়েছিলেন। কাল ডেমোক্র্যাটদের জেরার মুখে একপর্যায়ে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে ট্রাম্প বিচারের সম্মুখীন হতে পারেন। মুলারের সাক্ষ্যের পর আয়োজিত ডেমোক্র্যাটদের একটি দলীয় বৈঠকে স্পিকার ন্যান্সি পেলোসি অভিশংসনের প্রশ্নটি এড়িয়ে যান। পেলোসি যুক্তি দেখান, ট্রাম্পের কার্যকলাপ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন কমিটি বর্তমানে যেসব তদন্ত পরিচালনা করছে, তারই ভিত্তিতে পরবর্তীকালে অভিশংসনের প্রশ্নটি নির্ধারিত হবে।

শেয়ার করুন