চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইউরোপে উষ্ণতার রেকর্ড ফ্রান্সে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি

২৫ জুলাই, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

প্রচ- গরমে হাঁসফাঁস করছে ইউরোপের মানুষ। ফ্রান্সের বর্ডেক্স শহরে মঙ্গলবারের তাপমাত্র ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস (১০৬.১ ডিগ্রি ফারেনহাইট)।
এ যাবতকালের মধ্যে এটাই ইউরোপের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০০৩ সালে ফ্রান্সেই ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪০.৭ ডিগ্রি সেন্টিগ্রেট।
গত এক সপ্তাহ ধরে গোটা ইউরোপেই দাবদাহ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের বিরূপ প্রভাবের কারণে আবহাওয়ার এ রুদ্রমূর্তি।
ফ্রান্সের পর ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থা বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসের। প্রচ- গরমে ফ্রান্সজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

শেয়ার করুন