ইন্টারন্যাশনার ডেস্ক : ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দেশটির সুপ্রিম কোর্টের এক সাবেক নারী কর্মকর্তা তদন্ত প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই নারী জানান, আদালতের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ায় তার যথেষ্ট ‘আপত্তি’ রয়েছে। যেভাবে তদন্ত এগোচ্ছে, তা নিয়ে ‘উদ্বিগ্ন’ তিনি। তাই তদন্ত প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত। তবে তদন্ত চালানোর জন্য তৈরি তিন বিচারপতির প্যানেল এখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের ২২ জন বিচারপতিকে হলফনামা দিয়ে ওই নারী অভিযোগ করেন, ২০১৮ সালে প্রধান বিচারপতি গগৈ তাকে যৌন হেনস্থা করেছিলেন। তখন তিনি জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন।
হলফনামায় তিনি জানান, গগৈ ‘আমার কোমর জড়িয়ে ধরেন, আমার সর্বাঙ্গে হাত বুলান’ এবং শরীর দিয়ে ওই নারীর দেহ চেপে ধরেন। ওই নারী তখন দু‘হাত দিয়ে তাকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে আসেন।