চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভালো খেলে জিতলেন জ্যান্ত মুরগি!

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০১৯ | ৫:৪৯ অপরাহ্ণ

সব ধরনের খেলায় ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। এ হিসাবে সাধারণত দেয়া হয় ক্রেস্ট, মেডেল, অর্থ পুরস্কার কিংবা পানীয়র বোতল।

তবে মালাওয়াই ফুটবল লিগে ম্যাচসেরার হাতে যে পুরস্কার দেয়া হলো, তাতে চমকে উঠবেন যে কেউ। দেশটির ঘরোয়া লিগের একটি ম্যাচশেষে বিজয়ী দলের হাসান কাজোকির হাতে তুলে দেয়া হয়েছে একটি জ্যান্ত মুরগি।

আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ মালাওয়াই। মুরগি লালন-পালনের জন্য দেশটি বিশ্বে প্রসিদ্ধ। প্রতি বছর ঘরোয়া ফুটবল লিগ আয়োজন করে তারা। চলতি মৌসুমের লিগপর্বের ম্যাচে কারোঙ্গা ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে নায়াসা বিগ বুলেটস।

জোড়া গোল করে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন কাজোকি। সতীর্থদের কয়েকটি গোলে এসিস্টও করেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। তবে সেটি হিসেবে যা পান, তাতে হতবাক হন খোদ তিনি নিজেও।

মালাওয়াইন লিগ কর্তৃপক্ষে এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পড়েছে হাসির রোল। নিজেদের মতো করে হাসি-ঠাট্টা, তামাশা, মশকরা করছেন নেটিজেনরা।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট