চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারতের শিমলায় বাংলাদেশী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০১৯ | ২:৪৩ অপরাহ্ণ

ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) মেহলি এলাকার ভাড়া বাসা থেকে আইজাজুল ইসলাম (২০) মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বুধবার ভারতীয় গণমাধ্যম এনএনআই এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশের দাবি, আইজাজুল ইসলাম নামে ২০ বছরের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শিমলার এপি গয়াল বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তেন আইজাজুল ইসলাম।  শিমলার পুলিশ সুপার জানিয়েছেন, নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি নোট রেখে গেছেন আইজাজুল।

মঙ্গলবার শিমলার পুলিশ সুপার উমাপতি জামওয়াল বলেছেন, সিআরপিসি’র ১৭৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাসকেও বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

তবে আত্মহত্যার কারণ স্পস্ট নয় বলে জানিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর তা পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারকেও ঘটনাটি জানানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ময়নাতদন্তের পর তার মরদেহ ঘনিষ্ঠ শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তার মরদেহ ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন