চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জমিতে মিলল ৬০ লাখ টাকার হীরা

২৪ জুলাই, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

প্রতিদিনের মতোই জমিতে চাষ করছিলেন এক কৃষক। হঠাৎ একটি স্বচ্ছ নুড়ি দেখে সন্দেহ হয় তার। এটিকে কোমড়ে গুঁজে সোজা গয়নার দোকান ছুটে যান তিনি। পাথরটি পরীক্ষা করেই চক্ষু চড়কগাছ দোকান মালিকের। স্বচ্ছ পাথরটি আসলে বেশ বড়সড় একটি হীরা। বাজার মূল্য অন্তত ৬০ লাখ টাকা!
এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে। প্রত্যেকদিনের মতো চাষের জমিতে কাজ করার সময়ই হীরা খুঁজে পান ওই কৃষক। ইতোমধ্যে তার কাছে থেকে সাড়ে ১৩ লাখ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হীরাটি কিনেছেন স্থানীয় এক হীরা ব্যবসায়ী। আল্লাহ বক্স নামের ওই ব্যবসায়ীর মতে, হীরা কেটে পালিশ করার পরে তার দাম প্রায় ৬০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। অভিজ্ঞ কারিগর দিয়ে পালিশ করলে তবেই মিলবে হীরার আসল মূল্য। তবে হীরাটির আকার, রঙ বা অন্যান্য তথ্য এখনও খোলাসা করেননি এই ব্যবসায়ী।

শেয়ার করুন