২৪ জুলাই, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ
ইন্টারন্যাশনাল ডেস্ক : সীমান্ত দিয়ে পাচার হওয়ার সময় ৮৫০টি গরু উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ওই গরুগুলোকে রাখা হয় শ্রীনগর, কামথানা, কুলুবাড়ি, ফটিকছেড়া, হরিহরডৌলা, কাইয়াঢেপা এবং আরো কয়েকটি বর্ডার আউটপোস্টে। এদিকে আবকাঠামোর অভাব থাকায় বিএসএফের পক্ষ থেকে পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু পুলিশও ব্যর্থ হলে এগিয়ে আসে দিল্লির ধ্যান ফাউন্ডেশন।
গ্রামের তিনশ ৬০ একর বনভূমির মধ্যে চার একর জায়গা জুড়ে এক গোশালায় রাখে উদ্ধার হওয়া গরুগুলো। কিন্তু পর্যাপ্ত আবকাঠামোর অভাবে ভালো নেই গরুগুলো। অন্তত ১৫৯টি গরু মারা গিয়েছে। যথাযথ অবকাঠামো এবং পর্যাপ্ত পরিমাণ গোখাদ্যের অভাবেই গরুগুলো মারা গিয়েছে বলে জানা গিয়েছে।