চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আর নেই সালাফি ইমাম শায়খ ইয়াহইয়া

অনলাইন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২২ | ২:১৮ অপরাহ্ণ

পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের দাঈ, প্রখ্যাত ইসলামিক স্কলার আল মুহাদ্দিস আশ-শায়খ ইয়াহইয়া বিন উসমান আল-মুদাররিস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

শায়খ ইয়াহইয়া পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেন। কোরআন-হাদিসের দারস দিতেন।

এটা উল্লেখযোগ্য যে, সালাফি ইমাম শায়খ ইয়াহইয়া দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে মসজিদ আল হারামে দাঈর ভূমিকা পালন করেছেন। তিনি সপ্তাহের ৭ দিনই এ দায়িত্ব পালন করেছেন।
আল্লাহ তাআলা ইসলামের এ দাঈ ও ইলমে দ্বীনের খাদেমকে রহমত করুন। তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট