চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গাছে উঠে আন্দোলন, মই দিয়ে নামানো হলো নারীদের

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২ | ১০:০৪ অপরাহ্ণ

সম্প্রতি বিরল ও ব্যতিক্রমী এক আন্দোলনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ভারতীয় নারীরা। দেশটির মহারাষ্ট্রের বিড জেলায় ঘটে ব্যতিক্রমী এই আন্দোলন। যেখানে গাছে উঠে অভিনব পন্থায় আন্দোলন করেছেন নারীরা।

ভারতীয় গণমাধ্যম বলছে, আন্দোলনকারী নারীদের গাছ থেকে নামাতে ওপরে উঠতে হয়েছে খোদ বিধায়ককে। গাছে মই লাগিয়ে তাদের নিচে নামানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

জানা যায়, বেশ কিছু দাবি নিয়ে গাছে উঠে আন্দোলন শুরু করেছিলেন বীড নগর পরিষদে কর্মরত নারীরা। গাছ থেকে পড়ে আহত হওয়ার আশঙ্কায় অনেকেই তাদের নিচে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু তাতে কাজ হয়নি। নিজেদের অবস্থানে অনড় থাকেন নারীরা।

ঘটনাচক্রে সেখানে হাজির হন জেলার সংরক্ষক মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে। নারীদের গাছে উঠে আন্দোলন দেখে অবাক হন তিনিও। পরে পরিস্থিতি সামাল দিতে আসেন স্থানীয় বিধায়ক সন্দীপ ক্ষীরসাগর।

একপর্যায়ে নিজেই মই নিয়ে উঠে পড়েন গাছে। বিধায়কের আশ্বাসে গাছ থেকে নেমে আসেন আন্দোলনকারী নারীরা। তাদের আন্দোলন বন্ধ হলেও এখনো তার জের রয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন