চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শৌচাগারের সামনে চিতাবাঘ, ১৪৪ ধারা জারি!

২৭ জানুয়ারি, ২০২২ | ১১:১৫ পূর্বাহ্ণ

ঘুমচোখে শৌচাগারের দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু সামনে এটা কী? চিতাবাঘ আতঙ্কে ঘুম পলাল মনোজবাবুর।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে এমনকাণ্ডে হুলস্থুল ভারতের কুচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় লেগে যায় মনোজ সরকারের বাড়ির সামনে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তেই মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

ইতোমধ্যে চিতাবাঘটিকে চিহ্নিত করা হয়েছে বলে জানায় বন দপ্তর সূত্র। তবে এ পর্যন্ত তাকে বাগে আনা যায়নি। মনোজবাবুর বাড়ির ভিতর শুরু হয়েছে জাল পাতার কাজ। সূত্র : আনন্দবাজার

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট