চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা গেল ৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২২ | ১১:৪০ অপরাহ্ণ

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে নৌকায় অন্তত সাত বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলে দ্বীপটির প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, লাম্পেডুসার কাছে লাম্পিওনি দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে।

অবৈধ অভিবাসনে প্ররোচনা ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর।

লাম্পেডুসার মেয়র সালভাটোরে মার্টেলো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নৌকায় ২৮০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এদের বেশিরভাগ বাংলাদেশ ও মিসর থেকে এসেছেন।

হাজারো রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ রুট হলো ইতালি। গত কয়েক মাসে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর ঘটনা বেড়েছে।

ইতালি সরকারের তথ্য অনুসারে, ২৪ জানুয়ারি পর্যন্ত দেশটির বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী অবতরণ করেছে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট