চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভারতের মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২২ | ১২:৫৫ অপরাহ্ণ

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ২০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জনের বেশি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তারদেও এলাকায় গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধী হাসপাতালের বিপরীতে ভবনটির ১৮ তলায় এই আগুন লাগে।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ১৩টি ইঞ্জিন এবং সাতটি জলবাহী ‘জেটি’ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একে ‘লেভেল-৩’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, আহত এবং অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন রয়েছেন আইসিইউ-তে।

প্রসঙ্গত, গত অক্টোবরে দক্ষিণ মুম্বইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে দুপুরে আগুন লেগে কয়েক জনের মৃত্যু হয়েছিল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন