চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হোঁচট সামলে অবশেষে চাঁদে পাড়ি দেয়া শুরু হল চন্দ্রযান-২’র

২৩ জুলাই, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের চন্দ্রযান-২ আজ দুপরে চাঁদের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করেছে চন্দ্রযানটি।
ঠিক এক সপ্তাহ আগে থমকে গিয়েছিল সে। গত ১৫ জুলাই উৎক্ষেপনের ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান। জ্বালানি লিক হচ্ছিল সেটায়। তবে রবিবার সন্ধে হতেই ফের চালু হয়েছিল ইসরোর (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ) কাউন্টডাউন ঘড়ি। তাদের দাবি, শনিবার রাতে উৎক্ষেপণের মহড়াও সফল হয়েছিল।
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-২-এর যাত্রা শুরু হয়। ইসরো জানিয়েছে, রওনা হওয়ার পর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়াবে চন্দ্রযান। পাঁচটি পাক খাওয়ার পরে ২৩ দিনের মাথায় অর্থাৎ ১৪ অগস্ট সে পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে চাঁদের কক্ষপথের দিকে রওনা দেবে। ২২ সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে বাহুবলী। ৬ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি। হিসেব মতো, রওনা দেওয়ার ৫৪ দিন পরে চাঁদে পৌঁছনোর কথা।
কিন্তু প্রথম বারের গোলমালে এক সপ্তাহ সময় নষ্ট হয়েছে। এ বার তাই গতি বাড়িয়ে সেই ঘাটতি পূরণ করা হবে বলে ইসরো সূত্রের দাবি।

শেয়ার করুন