চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সন্তানের নাম রেখেছেন অফিসের নামে!

অনলাইন ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২২ | ২:৩৩ অপরাহ্ণ

জীবিকার তাগিদে অফিসে গিয়ে কাজ তো কম বেশি সবাই করেন, কিন্তু অফিসকে ভালোবেসে কাজ করেন কয়জন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিপাকে পড়বেন অনেকে।

ইন্দোনেশিয়ার সামেত ওহুদি নামে এক যুবক দেশটির স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কমিউনিশন অফিসে কাজ করেন ২০০৩ সাল থেকে। এই যুবক যে সত্যিই তার অফিসকে ভালোবাসেন তার মোক্ষম প্রমাণ দেয়ার জন্য নিজের সন্তানের নামই রেখেছেন অফিসের নামে!

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়ার সামেত ওহুদি দেশটির স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কমিউনিশন অফিসে কাজ করেন। চাকরি আর কাজের ধরন খুব ভালো লাগায় তিনি তার সন্তানের নাম রেখেছেন অফিসের নামে।

তার স্ত্রী স্বামীর এই অফিসপ্রীতির ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন। কারণ বিয়ের আগেই সামেত তার হবু স্ত্রীকে শর্ত দিয়েছিলেন, বিয়ের পর তাদের ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন তার নাম হবে সামেতের অফিসের নামে।

আর এই কারণেই ওই দম্পতির ছেলের নাম রাখা হয় ‘স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কমিউনিশন অফিস’।

অবশ্য অনেকেই এই আজব নাম বিশ্বাস করতে চান না। তাই বিষয়টি প্রমাণের জন্য বারবার ছেলের জন্মসনদ দেখাতে হয় তাদের। অবশ্য এতো বড় নামে ডাকা বেশ ঝামেলার। তাই ছেলের ডাক নাম ডিঙ্কো রেখেছেন ওই দম্পতি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন